চোর-পুলিশ:
১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করেছে। আমরা স্বাধীন। আনন্দে মাতোয়ারা পুরো বাংলাদেশ। ঢাকায় মুক্তিযোদ্ধাদের আনন্দ উল্লাসের মধ্যে জল ঢেলে দিল ছোট্ট একটি খবর। মিরপুরের বিহারীরা স্বাধীন বাংলাদেশ মানতে নারাজ। তারা কিছুতেই হার মানবে না। খবর শুনে আমাদের শরীরের রক্ত টগবগ করে উঠল। অপেক্ষাকৃত তরুণ মুক্তিযোদ্ধারা পারলে তখুনই মিরপুর স্বাধীন করতে ছোটে। কিন্তু হাইকমান্ডের নির্দেশে আমরা যার যার ইউনিটকে
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
19/03/2012
Daily Amardesh -ঢাকা, মঙ্গলবার ২০ মার্চ ২০১২, ৬ চৈত্র্য ১৪১৮, ২৬ রবিউস সানি ১৪৩৩ হিজরী
Daily Amardesh -ঢাকা, মঙ্গলবার ২০ মার্চ ২০১২, ৬ চৈত্র্য ১৪১৮, ২৬ রবিউস সানি ১৪৩৩ হিজরী
http://banglamdfarid-com.webs.com/
http://banglamdfarid-com.webs.com/
Daily Amardesh -ঢাকা, মঙ্গলবার ২০ মার্চ ২০১২, ৬ চৈত্র্য ১৪১৮, ২৬ রবিউস সানি ১৪৩৩ হিজরী
Daily Amardesh -ঢাকা, মঙ্গলবার ২০ মার্চ ২০১২, ৬ চৈত্র্য ১৪১৮, ২৬ রবিউস সানি ১৪৩৩ হিজরী
http://banglamdfarid-com.webs.com/
http://banglamdfarid-com.webs.com/
Daily Amardesh -ঢাকা, সোমবার ১৯ মার্চ ২০১২, ৫ চৈত্র্য ১৪১৮, ২৫ রবিউস সানি ১৪৩৩ হিজরী
Daily Amardesh -ঢাকা, সোমবার ১৯ মার্চ ২০১২, ৫ চৈত্র্য ১৪১৮, ২৫ রবিউস সানি ১৪৩৩ হিজরী
http://banglamdfarid-com.webs.com/
http://banglamdfarid-com.webs.com/
15/03/2012
ভারত বনধঃ যে কারণে গুরুত্বপূর্ণ
ভারত বনধঃ যে কারণে গুরুত্বপূর্ণ:
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
দুটো দেশের সম্পর্ক কেমন সে বিষয়ে বেশ ভালো ধারণা পাওয়া যায় তাদের বর্ডার দেখে। এই বর্ডার যে শুধু দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ধারণা দেয় তা নয়, পাশাপাশি দেশ দুটোর মানসিকতারও একটা চিত্র তুলে ধরে। ইউরোপের মূল ভূখণ্ড তথা “মেইন ল্যান্ড ইউরোপ”-এর মধ্য ভাগ থেকে শুরু করে যত উত্তরে যাবেন ততই বিস্মিত হবেন সেখানকার বর্ডার দেখে। অন্য ভাবে বলা যায় বর্ডারের অনুপস্থিতি দেখে। গাড়ি চালিয়ে এক দেশ থেকে আরেক দেশে আন্তর্জাতিক সীমানা পার হয়ে চলে গেলেও টের পাওয়া যায় না। ইউরোপের মূল ভূখণ্ডের সাথেই লাগোয়া ব্রিটিশ আইলস-এ অবস্থিত যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মাঝেও একই ভাবে কোন বর্ডার নেই। খোদ ব্রিটিশ পার্লামেন্টে আইন করে এখানকার বর্ডার তুলে দেয়া হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে স্থলপথে এই বর্ডার অতিক্রম করার। মোবাইল ফোনে যখন নেটওয়ার্ক পরিবর্তনের বার্তা আসে তখন বুঝেছিলাম বর্ডার অতিক্রম করেছি; কোন চিহ্ন দেখে নয়।
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
এসো নিজে করি ০২ - কিভাবে কুদরত এর প্রচার করবেন / How to advertise miracle
এসো নিজে করি ০২ - কিভাবে কুদরত এর প্রচার করবেন / How to advertise miracle:
খোদার কি কুদরত, লাডির মইধ্যে সরবত। ছোটবেলায় শেখা ছড়া এটি। আখ/ইক্ষু এর কথা বলা হচ্ছে এখানে। লাঠি ধরে চিপি দিলে রস পরে এমন কুদরতি জিনিষ কি এই আচানক দুনিয়াতে আর দুইটা আছে?
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
খোদার কি কুদরত, লাডির মইধ্যে সরবত। ছোটবেলায় শেখা ছড়া এটি। আখ/ইক্ষু এর কথা বলা হচ্ছে এখানে। লাঠি ধরে চিপি দিলে রস পরে এমন কুদরতি জিনিষ কি এই আচানক দুনিয়াতে আর দুইটা আছে?
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
উল্টো স্বপ্ন
উল্টো স্বপ্ন:
স্বপ্ন ছিল উথাল-পাথাল
আকাশ চেরা
স্বপ্ন ছিল মনের ঘরে-
হয়নি ফেরা |
এখন দেখি ডুকরে কাঁদে
সে স্বপ্নেরা,
তারা এখন উল্টো পথের
শেকল ঘেরা |
পড়ন্ত এই ধুসর দিনে-
স্বপ্ন এখন বিবর্ণ এক পলেস্তেরা !
- ঈষিকা
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
স্বপ্ন ছিল উথাল-পাথাল
আকাশ চেরা
স্বপ্ন ছিল মনের ঘরে-
হয়নি ফেরা |
এখন দেখি ডুকরে কাঁদে
সে স্বপ্নেরা,
তারা এখন উল্টো পথের
শেকল ঘেরা |
পড়ন্ত এই ধুসর দিনে-
স্বপ্ন এখন বিবর্ণ এক পলেস্তেরা !
- ঈষিকা
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
ভালোবাসার রঙ
ভালোবাসার রঙ:
~কল্যানী রমা
(এক)
ছবি ১
টেলিফোন বাজছে।
“কি বললি? টাপ্পু পটি ট্রেইনড হয়ে গেছে? বাহ্ বা, আড়াই বছর বয়সে পটি ট্রেইনড হয়ে গেল?
এতো একটা বিরাট মাইলস্টোন রে!
ডিজনির টিকিট কেটে ফেল্। পটি ট্রেইনড হয়ে গেলে সব সময় বাচ্চাদের ডিজনি নিয়ে গিয়ে ‘টিঙ্কার বেল’-কে দেখিয়ে আনতে হয়।
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
~কল্যানী রমা
(এক)
ছবি ১
টেলিফোন বাজছে।
“কি বললি? টাপ্পু পটি ট্রেইনড হয়ে গেছে? বাহ্ বা, আড়াই বছর বয়সে পটি ট্রেইনড হয়ে গেল?
এতো একটা বিরাট মাইলস্টোন রে!
ডিজনির টিকিট কেটে ফেল্। পটি ট্রেইনড হয়ে গেলে সব সময় বাচ্চাদের ডিজনি নিয়ে গিয়ে ‘টিঙ্কার বেল’-কে দেখিয়ে আনতে হয়।
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
পুকুর
পুকুর:
কোন পরিকল্পনা নাই
বলি, চলো! মাভৈ।
ঘুমোচ্ছে বড় ছোট দালানকোঠা সব
ছায়াও ঝিমাচ্ছে রাস্তায়!
শুধু দুই মহল্লার মধ্যেখানে
জেগে আছে পুকুর;
আমি সাঁতার জানি কন্যা।
এতোটা পথ
পথের কোলাহল সরিয়ে
একা একা, একলা দুপুরে
এসেছি আজ মাতবো
তোমার নেশায়, নেশার উৎসবে!
আমার দুপুর কাটে তোমার আলোয়
বিকেল ও কাটে তার রেশে,
দুপুর রাত্রে যখন
উৎসব ফের ডাকে- আয় আয়!
আমি অসহায়!
নিরুপায় রাত্রি
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
কোন পরিকল্পনা নাই
বলি, চলো! মাভৈ।
ঘুমোচ্ছে বড় ছোট দালানকোঠা সব
ছায়াও ঝিমাচ্ছে রাস্তায়!
শুধু দুই মহল্লার মধ্যেখানে
জেগে আছে পুকুর;
আমি সাঁতার জানি কন্যা।
এতোটা পথ
পথের কোলাহল সরিয়ে
একা একা, একলা দুপুরে
এসেছি আজ মাতবো
তোমার নেশায়, নেশার উৎসবে!
আমার দুপুর কাটে তোমার আলোয়
বিকেল ও কাটে তার রেশে,
দুপুর রাত্রে যখন
উৎসব ফের ডাকে- আয় আয়!
আমি অসহায়!
নিরুপায় রাত্রি
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
Subscribe to:
Posts (Atom)