25/11/2011

গুগল অ্যাপস্‌ ব্যাবহারকারীদের জন্য গুগল প্লাস

গুগল অ্যাপস্‌ ব্যাবহারকারীদের জন্য গুগল প্লাস: সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগলের নতুন সামাজিক নেটওয়ার্কের সাইট গুগল প্লাস এতোদিন শুধুমাত্র জিমেইল ব্যাবহারকারীদের জন্য উম্মুক্ত ছিলো। গুগল অ্যাপস্‌ ব্যাবহারকারীরা গুগল প্লাসে যোগ দিতে পারতো না। এবার গুগল অ্যাপস ব্যাবহাকারীরাও গুগল প্লাসে যোগ দিতে পারবে। এজন্য অবশ্য গুগল অ্যাপস্‌ নিয়ন্ত্রকের গুগল প্লাস সার্ভিসটির অনুমোদন দিয়ে রাখতে হবে। গুগল অ্যাপস ব্যাবহারকারীদের অনুমোদন দিতে গুগল অ্যাপসে লগইন [...]

No comments:

Popular Posts

Followers