23/11/2011

একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে

একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে:

একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে।

আট প্রহরের কান্না-হাসির শব্দে সুরে,

কাঠপাথুরে শহরতলীর বৃষ্টি,রোদে,ধোঁয়ায়,ধুলোয়,

সাদায়-কালোয়,

আলোয় কিংবা অন্ধকারে ...

একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে।


সেই চিঠিটা পৌছে যাবে তোর জানালায় -

যখন আমার ধূসর আকাশ লাটাই বিহীন একটা সাদা ঘুড়ির শোকে নীল হয়ে যায়,

যখন আমার পাতার মত সবুজ বুকে কয়েক বিন্দু আষাঢ়-শ্রাবণ,

যখন আমার একটা দু'টো বিষণ্ণতার আলতো কাঁপন -




read more

No comments:

Popular Posts

Followers