18/12/2011

এখনই সময়

এখনই সময়:

তুমুল বর্ষণ দিন ফুরিয়েছে বেশ আগে। বিস্রস্ত ভাবনার মতো

এখানে ওখানে ছেঁড়া মেঘ ঝুলে আছে ঈশান নৈঋতে।

চাদরের ওম খোঁজে বৃদ্ধ শরীর পাল ছেঁড়া বাতাসের শীতে।

ফসলের দিন শেষে উদাম হয়েছে ফের ফলবতী জমিনের ক্ষত।


কলার মোচায় জমেছে ক্লান্ত শিশির। বয়েসি পাতার ফাঁকে ফাঁকে

জেগে থাকে একলা ঘুঘু। গাছের পাতারা কাঁপে; শীত কি এলো?

মুঠো মুঠো কুয়াশায় মেখে থাকে বাঁকা চাঁদ আর পৌষের ধুলো।




read more



http://banglamdfarid-com.webs.com/

No comments:

Popular Posts

Followers