15/12/2011

টিউটোরিয়ালবিডির ডিজাইন ও কার্যক্রম পরিবর্তণ

টিউটোরিয়ালবিডির ডিজাইন ও কার্যক্রম পরিবর্তণ:

টিউটোরিয়ালবিডি একটি জনপ্রিয় শিক্ষামূলক ওয়েবসাইট। পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টিউটোরিয়ালবিডির ডিজাইন এবং লেখার বিষয়বস্তুর বেশ পরিবর্তন আনা হচ্ছে। টিউটোরিয়ালবিডির ট্যাকনিক্যাল টিম কাজ করে যাচ্ছে। কিছুদনি পর আরো নতুন নতুন সুবিধা যুক্ত হবে। তার মধ্যে বিভাগ অনুসারে ধারাবহিক টিউটোরিয়াল লেখার কাজ চলছে। সেই সাথে প্রফেশনাল লেখক দলের মাধ্যমে ওয়েবসাইটের কনটেন্ট সমৃদ্ধ করার প্রয়াস চলছে।


সাময়কভাবে কিছু কিছু ফিচার কাজ নাও করতে পারে এজন্য আমরা আন্তরিকভাবে দূঃখিত।



-মোঃ মাহবুব আলম


পরিচালক, টিউটোরিয়ালবিডি



http://banglamdfarid-com.webs.com/

No comments:

Popular Posts

Followers