11/02/2012

দুই আনিসের দেশ

দুই আনিসের দেশ: দেনেওয়ালা আনিস, লেনেওয়ালাও। লেনেওয়ালা বহুদিন ধরে নিতে চায়, দেনেওয়ালা দিতে চায় কি না বোঝা যায় না, তবে দেয় না। এই নিয়ে অনেক টানাটানি। ইত্যবসরে বুড়িগঙ্গায় বয়ে যায় অনেক দূষিত জল।

দুই যুযুধান আনিসের যুযুৎসু নিয়ে একটি যুৎসই ছড়া।



আনিস বলে আনিস রে
তুই কি দাদা জানিস রে
পদকখানা না দিস যদি করবো তোকে পানিশ রে

আনিস বলে আনিস রে
একটা কথা মানিস রে
ছিঁড়বে সুতা অমন জোরে হ্যাঁচকা যদি টানিস রে

http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers