02/02/2012

বৃটেন এবং আয়ারল্যান্ড-এ উচ্চ শিক্ষা – ১ (বিশ্ববিদ্যালয় পরিচিতি)

বৃটেন এবং আয়ারল্যান্ড-এ উচ্চ শিক্ষা – ১ (বিশ্ববিদ্যালয় পরিচিতি):

আমার এ লেখার মূল উদ্দেশ্য প্রকৃত ছাত্রছাত্রীদের কাছে সহজ ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পুরো প্রক্রিয়া তুলে ধরা। বর্তমান ইন্টারনেটের যুগে ভর্তি সংক্রান্ত সব তথ্যই কয়েকটা মাউস ক্লিকের মধ্যে হাতের নাগালে চলে আসে। আবেদন করার প্রক্রিয়াটাও বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন করে দিয়েছে, এমন কি রেফারেন্স লেটার পাঠানোর ব্যবস্থা সহ। যে জানে ফেইসবুক কীভাবে ব্যবহার করে, সে আবেদনও করতে পারেবে নিজে নিজেই এবং কোন রকম এ্যাজেন্টের সাহায্য ছাড়াই।








read more



http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers