| চাণক্যজন কহেন…০২/০২ | ভর্তৃহরিপর্ব-০২ |:
(আগের পর্বের পর...)
...
ভর্তৃহরির রচনাবলী
শৃঙ্গারশতক, নীতিশতক ও বৈরাগ্যশতক- এই শতকত্রয়ের কোথাও ভর্তৃহরির নাম লেখা না-থাকলেও তিনিই যে শতকত্রয়ের রচয়িতা- এ ব্যাপারে সকলেই প্রায় একমত। তবে কারো কারো মতে অবশ্য ভর্তৃহরি শতকত্রয়ের রচয়িতা নন, সঙ্কলয়িতা মাত্র। তিনি অন্য কবিদের রচিত এবং লোকমুখে প্রচলিত শ্লোকসমূহ বিষয়বস্তু অনুসারে তিনটি শিরোনামে বিন্যাস করেছেন বলে তাঁদের অভিমত (-Dr.Bohlen Ges Abraham Roger)।
.
এছাড়া শতকত্রয় ব্যতীত ভর্তৃহরির নামের সঙ্গে আরও কয়েকটি গ্রন্থের নাম যুক্ত করেছেন কেউ কেউ তাঁদের গ্রন্থে। সেগুলো হচ্ছে- ভট্টিকাব্য (বা রাবণবধ), বাক্যপদীয়, মহাভাষ্যদীপিকা, মীমাংসাভাষ্য, বেদান্তসূত্রবৃত্তি, শব্দধাতুসমীক্ষা ও ভাগবৃত্তি। এগুলোর মধ্যে প্রথম দুটি যে শতককার ভর্তৃহরির রচনা নয় সে সম্পর্কে ইতঃপূর্বেই আলোচনায় এসেছে। অবশিষ্ট গ্রন্থগুলি সম্পর্কে পক্ষে বা বিপক্ষে যথার্থ কোন যুক্তি বা তথ্য এখনো অজ্ঞাত বলে সুনির্দিষ্টভাবে কিছু বলা এখনি সম্ভব নয়।
আরও পড়ুন
http://banglamdfarid-com.webs.com/
15/03/2012
Popular Posts
-
mdfarid: Latest Best Images/Pictures/Photos of Shat Gambuj ... : Latest Best Images/Pictures/Photos of Shat Gambuj Mosque(The School of Hope...
-
টিউটোরিয়ালবিডির ডিজাইন ও কার্যক্রম পরিবর্তণ : টিউটোরিয়ালবিডি একটি জনপ্রিয় শিক্ষামূলক ওয়েবসাইট। পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টিউটোরিয়াল...
-
আত্মত্যাগ : ভারী আওয়াজ তুলে সাঁজোয়া গাড়ির বহরটা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এর দিকে আসছে, গাড়ির উপরে বসানো মেশিনগান আর সেনাদের বন্দুকের চকচকে বেয়...
-
Latest Best Images/Pictures/Photos of Shat Gambuj Mosque(The School of Hope) of Bangladesh/Shat Gambuj Mosque(60 Domes Mosque,Bengali: ষাট গ...