মাসকাবারী জোছনা:
ও চাঁদ তোমার মাসকাবারী জোছনা আমায় দাও
গৃহস্হলীর চাতাল ছূঁয়ে হেঁসেলখানা
দিয়াশলাই নাই উনুনখানা জ্বালিয়ে দিয়ে যাও ।
ও চাঁদ তোমার মাসকাবারী জোছনা আমায় দাও
দেই ছড়িয়ে আটপৌরে ফিকে চা-তে,
আলু-পটল আগুন বাজার লিস্টি হাতে,
ভাতের হাড়ি ক্ষুধার জ্বালা
চড়ুই ছানা ঘুলঘুলিতে
বারান্দাভর আমের আচার শুকিয়ে দিয়ে যাও ।
ও চাঁদ তোমার মাসকাবারী জোছনা বেঁচে
মাস্ত জুয়াড়ীর জুয়ার আসর মাতিয়ে দেব
মধ্যরাতে মদ্য মাতাল নিশিপদ্ম
তার আঁচলে স্বর্ণচাঁপা ফুল ফুটাব।
মাসকাবারী জোছনা নেব তোমার কাছে
আরোও নেব, আর যা আছে
রুগ্ন শিশুর দুধের বাটি ভরিয়ে দেব
আমারতো নেই কানাকড়ি, ভাঙ্গাচোরা
শেষ ট্রেনেতে তাই চেপেছি, ছন্নছাড়া
বিষন্নতার শহর ছেড়ে
read more
http://banglamdfarid-com.webs.com/
20/03/2012
Popular Posts
-
2012 Happy New Year~ : My Dear Friends ~2012 Happy New Year~ (c)2011 by lusonsky/ D90 / taken, Taiwan http://banglamdfarid-com.webs.com/
-
বিশ্লেষক রুলা তালজের অভিমত : মোবারকের মতো সৌদিকেও ছুড়ে ফেলবে যুক্তরাষ্ট্র http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল চীন http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com