07/03/2012

এশিয়া কাপে মুশফিকই অধিনায়ক

এশিয়া কাপে মুশফিকই অধিনায়ক:

এশিয়া কাপের দল গতকাল সোমবার ঘোষণা করা হয়েছিল। কিন্তু অধিনায়ক বা সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে অধিনায়ক, সহ-অধিনায়ক পরিবর্তন হয়নি। আগের অধিনায়ক এবং সহ-অধিনায়কের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকেই রেখে দেওয়া হয়েছে। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ । আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়।
গতকালে ঘোষিত দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে ক্ষুব্ধ ছিলেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেছিলেন, ‘এটা আমাদের দল নয়। আমরা যে দল নির্বাচন করেছিলাম, সেটি বদলে দেওয়া হয়েছে।’ তামিম ইকবালের বাদ পড়া নিয়ে সারাদিনই আলোচনা-সমালোচনাও চলেছে...



http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers