09/04/2012

মিডিয়াফায়ার প্রো এর বিকল্প। সাথে দুইটি আকর্ষণীয় উপহার।

মিডিয়াফায়ার প্রো এর বিকল্প। সাথে দুইটি আকর্ষণীয় উপহার।:

কিছু কথা:

অনেকদিন যাবত বাংলা টেকব্লগ গুলো থেকে অনেক কিছুই শিখেছি দিতে পারিনি কিছুই। যে বিষয় নিয়ে লিখবো ভাবি খুজে দেখি আগেই এই বিষয় নিয়ে লেখা হয়ে গেছে। আজ একটি বিষয় নিয়ে লিখবো হয়ত এটা নিয়ে আগে লেখা হয়নি আথবা আমার চোখে পরেনি।

কাজের কথা:

মিডিয়াফায়ার থেকে একসাথে অনেক গুলো ফাইল অথবা ফোল্ডার নামাতে হলে প্রো একাউন্ট কিনতে হয়। আর সহজে অনলাইন প্রো একাউন্ট ফ্রিতে পাওয়াও জায়না। কুকি দিয়ে তো আরও ভেজাল। আর যেসব একাউন্ট/কুকি পাওয়া যায় বেসিরভাগ হয় ভুয়া।

আসুন কাজ করি:

  • :arrow: সফটওয়্যার টি ইন্সটল করুন। সফটওয়্যার টি ফ্রি তাই ক্রেক/সিরিয়াল ভেজাল নেই।
  • :arrow: এবার সফটওয়্যার টি ডেক্সটপ থেকে ওপেন করুন । [*ছবি ১]



  • :arrow: এবার [*ছবি ২] এর মত প্রথমে লিংক > এরপর এড লিংক > এরপর এড ইউআরএল ক্লিক করুন।

  • :arrow: এবার একটি বক্স ওপেন হবে যেখানে আপনি মিডিয়াফায়ার এর লিংক টি দিবেন। এবং পার্স ইউআরএল বাটন টিতে ক্লিক করুন। [*ছবি ৩]

  • :arrow: আপনি দেকবেন মিডিয়াফায়ার সব ফাইল গুলো এথানে এড হয়েছে। এরপর [*ছবি ৪] এর মত কন্টিনিউ উইথ অল ক্লিক করুন।

  • :arrow: কাজ শেষ ডাউনলোড শুরু হয়ে গেছে ♥ আপনার ইন্টারনেট স্পীড ভাল হলে একসাথে অনেক গুলো ডাউনলোড করতে [*ছবি ৫] দেখুন।

◊ যারা উপহার এর জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার পালা শেষ:

:arrow: আমার এন্ড্রইড থিমটি ডাউনলোড এখানে কিল্ক করুন।[উইনডোস সেভেন 32বিট এর জন্য]

:arrow:  ৪৮৬ বাংলা গল্প ,উপন্যাস ইবুক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
প্রথম কোন ব্লগ এ লিখলাম ভুলগুলো ধরিয়ে দিবেন।ভুল না পেলে দ্বিতীয়বার লিখার জন্য কমেন্ট করতে ভুলবেন না যেন :P

http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers