নিশ্চই জানতে চান সাকিব কেন কেকেআর-এর দলে নেই।:
নিশ্চই জানতে চান সাকিব কেন কেকেআর-এর দলে নেই।
তার আগে আসুন দেখে নেই সাকিবের জায়গায় প্রথম দুই ম্যাচে কারা খেলেছে কলকাতা দলে।
> প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেসার ডি ল্যাঙ্গে।
> দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিপক্ষে ওয়েষ্ট ইন্ডিজের অফ স্পিনার সুনীল নারায়ণ।
এই দুই জনের তুলনায় সাকিব নিঃসন্দেহভাবে যোগ্যতর খেলোয়ার। তাহলে কি কারণ হতে পারে সেরা একাদশে তার না থাকার।
এখন আসুন জেনে নেই কলকাতা নাইট রাইডার্স কেন সাকিব আল হাসান কে সেরা একদশে নেয়নি তার কিছু কারণঃ
১. এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের হারের প্রতিশোধ নিচ্ছে।
২. সাকিব শেষ দুইটা সিরিজে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছে (বিপিএল এবং এশিয়াকাপ) যদি আইপিএল–এও হয়ে যায়, সেই ভয়ে।
৩. এক সাকিবের জনপ্রিয়তা পুরো বিশ্বে আইপিএল-এর চেয়েও বেশি, (এর প্রমান ফেইসবুক, ব্লগসাইট, পত্রপত্রিকা) সাকিব খেললে আইপএল ফ্লপ।
৪. আইপিএল হলো ওপেন জুয়ার আসর সবাই জানে, সাকিব কখনো টাকা আর জুয়ারীদের কাছে নিজেকে বিক্রি করবে না, তাই সাকিব দলে নাই।
৫. কেকেআর যখন হারতে হারতে কোনঠাঁশা হয়ে যাবে তখন সাকিবকে দলে নিবে, প্রচন্ডও চাপের মাঝে ফেলে তার আত্মবিশ্বাস ভেঙ্গে দেয়ার জন্য (যেমনটা করেছিলো মাশরাফির সাথে দুই বছর আগে আইপিএল-৩ আসরে)
আরও অনেক কারণ আছে, কিন্তু সবার কাছে সেগুলো গ্রহণযোগ্য নাও হতে পারে তাই উল্লেখ করলাম না।
বিঃ দ্রঃ - একটি কপি পেষ্ট প্রজোযনা ।
http://banglamdfarid-com.webs.com/
09/04/2012
Popular Posts
-
2012 Happy New Year~ : My Dear Friends ~2012 Happy New Year~ (c)2011 by lusonsky/ D90 / taken, Taiwan http://banglamdfarid-com.webs.com/
-
বিশ্লেষক রুলা তালজের অভিমত : মোবারকের মতো সৌদিকেও ছুড়ে ফেলবে যুক্তরাষ্ট্র http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে : একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে। আট প্রহরের কান্না-হাসির শব্দে সুরে, কাঠপাথুরে শহরতলীর বৃষ্টি,রোদে,ধোঁয়ায়,ধু...