সবচেয়ে বেশি সংখ্যক বার ডাউনলোড হওয়া মুভির তালিকা:
১৯৮২ সালে রিলিজ হওয়া E.T. the Extra-Terrestrial ছিল ভিডিও পাইরেসি হওয়া প্রথম চলচিত্র। অর্থাৎ এই ছবির মাধ্যমেই মুভি জগতে পাইরেসির শুরু হয়। আমরা সবাই কমবেশি বিভিন্ন ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করে থাকি। আর এর বেশীরভাগটাই হয় টরেন্ট-এর মাধ্যমে। ২০০১ সাল থেকে বিট টরেন্ট-এর আবির্ভাবের পর মুভি ডাউনলোড অনেক সহজ হয়ে যায় এবং দিন দিন মুভি ডাউনলোডের সংখ্যা বেড়েই যাচ্ছে। এভাবে মুভি ডাউনলোড করাকেও মুলত "পাইরেসি" বলে আখ্যায়িত করা হয়। আজ আমি সবচেয়ে বেশি পাইরেসি হওয়া ১০টি মুভির তালিকা জানাব। কিছু ছবির ক্ষেত্রে ডাউনলোডের সংখ্যা(প্রায়) এক মনে হলেও তালিকাটি সঠিক।
১ আভাটার(২০০৯)
পৃথিবীর সবচেয়ে ব্যবসাসফল ছবি এটি হলেও পাইরেসিতেও সবার চেয়ে এগিয়ে। এ পর্যন্ত প্রায় দুই কোটি দশ লক্ষ(২১ মিলিয়ন) মানুষ ছবিটি ডাউনলোড করেছে।
২ দি ডার্ক নাইট(২০০৮)
দ্বিতীয় স্থানে আছে দি ডার্ক নাইট। ছবিটি আমাদের সবার পছন্দ বলেই এক কোটি নব্বই লক্ষ(১৯ মিলিয়ন) বার ডাউনলোড হয়েছে।
৩ ট্রান্সফরমার্স (২০০৭)
এই ছবিটিও ডাউনলোড হয়েছে প্রায় এক কোটি নব্বই লক্ষ বার(১৯ মিলিয়ন)। দুর্দান্ত ভিসুয়াল এফেক্ট আর অ্যাকশানই এর জনপ্রিয়তার প্রধান কারন ধরা হয়।
৪ ইনসেপশন(২০১০)
দুর্দান্ত এক সায়েন্স ফিকশন। অনেকের মতে সায়েন্স ফিকশনের ধারনাই পালটে দিয়েছে এই ছবিটি। আর এই ছবিটি এক কোটি আশি লক্ষ বার(১৮ মিলিয়ন) ডাউনলোড করা হয় সারা পৃথিবী জুড়ে।
৫ দি হ্যাঙওভার(২০০৯)
দম ফাটানো এক হাসির ছবি। মুক্তির পর এ পর্যন্ত প্রায় এক কোটি সত্তর লক্ষ(১৭ মিলিয়ন) বার ডাউনলোড করা হয়েছে।
৬ স্টার ট্রেক(২০০৯)
দুর্দান্ত এই সাইফাই অ্যাকশান ছবিটি এক কোটি ষাট লক্ষ(১৬ মিলিয়ন) বার ডাউনলোড করা হয়।
৭ কিকএস(২০১০)
সুপারহিরো মুভি হলেও অন্যসব সুপারহিরো মুভি থেকে এটি আলাদা। এই ছবিটি এক কোটি পনেরো লক্ষ বার(১৫ মিলিয়ন) ডাউনলোড করা হয়েছে।
৮ দি ডিপার্টেড(২০০৬)
অ্যাকশান, ভায়লেন্স আর ড্রামার সংমিশ্রণে তৈরি চলচিত্রটি মারটিন স্করসিসের এক অনবদ্য সৃষ্টি। এ পর্যন্ত সারা পৃথিবীর এক কোটি চৌদ্দ লক্ষ(১৪ মিলিয়ন) মানুষ ছবিটি ডাউনলোড করেছে।
৯ দি ইঙ্ক্রেডিবল হাল্ক(২০০৮)
অ্যাকশান সুপারহিরো মুভিটিও পৃথিবীব্যাপী প্রায় এক কোটি চৌদ্দ লক্ষ বার(১.৪ মিলিয়ন) ডাউনলোড করা হয়।
১০ পাইরেটস অব দি ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস ইন্ড(২০০৭)
এক কোটি চৌদ্দ লক্ষ বার(১.৪ মিলিয়ন) ডাউনলোড হয়ে এর অবস্থান সবচেয়ে বেশি পাইরেসি হওয়া দশটি সিনেমার একটি। এই ছবিটিও প্রায় সবার দেখা।
আশা করি পোস্টটি সবার ভাল লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে।
সুত্রঃ http://www.forum.alokitobd.com/showthread.php?tid=639
http://banglamdfarid-com.webs.com/
09/04/2012
Popular Posts
-
2012 Happy New Year~ : My Dear Friends ~2012 Happy New Year~ (c)2011 by lusonsky/ D90 / taken, Taiwan http://banglamdfarid-com.webs.com/
-
বিশ্লেষক রুলা তালজের অভিমত : মোবারকের মতো সৌদিকেও ছুড়ে ফেলবে যুক্তরাষ্ট্র http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল চীন http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com