10/06/2012

রাষ্ট্রদ্রোহ-প্রধানমন্ত্রী ও বাক-স্বাধীনতা

রাষ্ট্রদ্রোহ-প্রধানমন্ত্রী ও বাক-স্বাধীনতা:
আচ্ছা প্রধানমন্ত্রী কি রাষ্ট্র ?? যে তার সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহ হবে । ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বলতেন "I am the state." মানে "আমিই রাষ্ট্র"। তার এই স্বৈরাচার ফ্রান্সকে রক্তক্ষয়ী "ফরাসি বিপ্লব"-এর দিকে ঠেলে দিয়েছিল। আর বাংলাদেশের মত একটি People's Republic বা গণপ্রজাতন্ত্রে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ সকল মন্ত্রী ও সংসদ সদস্য জনগণের টাকায় বেতনভুক্ত কর্মকর্তা বলেই বিবেচিত হওয়া উচিত (ইংরেজিতে এই ধরণের কর্মকর্তাদের বলা হয় Public Officials)। তাদের সমালোচনা করার অধিকার কি জনগণের নেই ??
ছবি: 
08/24/2007 - 2:03পূর্বাহ্ন


আরও পড়ুন

http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers