জলের জলসায় এক সানকি বিষণ্ন রোদ:
তলিয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি। পানিতে আলোড়ন তুলে ধীরে ডুবে যাচ্ছি আমি। নিপাট বিস্ময়ে বেদনামথিত আত্মা খুঁজে নিচ্ছে মুক্তির সোপান। দৃষ্টিসীমায় তখনও সূর্যের কড়কড়ে আলোর অবগাহন। অবশ শরীরে মৃদু হাওয়ার গুনগুন নামতা। নাকের ভাঁজে কারো মোহনীয় রূপের ঘ্রাণ।
চোখের কোণে কেঁপে ওঠে একটি চঞ্চল প্রজাপতি। লাল নাকি নীল ? ধুসর অথবা সাদা ? দূরে একটি নিঃসঙ্গ চিল এক মনে চক্কর দিচ্ছে। আমি ওর স্বাধীন একাকী আত্মার কাছে ফরিয়াদ জানাই!
আহ্ আকাশ কত নীলাভ। কী নিসীম নিঃসঙ্গ এই চরাচর। আকাশের ভাঁজে ভাঁজে সাদা মেঘের নিপুণ বিন্যাস। যদি মেঘ হতাম! যদি হতাম আকাশ! আকাশের কোণে গড়ে তুলতাম যদি আমার একাকী জীবনের এক চিলতে উঠোন! আলোর সমীকরণে জেগে ওঠে নতুন ধাঁধাঁ।
অনাথ শিশুটি পানিতে কোমড় ডুবিয়ে এখনো খেলছে। ওর কোন খেদ নেই? না পাওয়ার বেদনা ওকে আহত করেনা? চারদিকের চাকচিক্যের ভীড়ে কী নিদারুণ গ্লানিময় ওর জীবন! এখনো কেন বেঁচে আছে ও?
read more
http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
18/10/2012
Popular Posts
-
2012 Happy New Year~ : My Dear Friends ~2012 Happy New Year~ (c)2011 by lusonsky/ D90 / taken, Taiwan http://banglamdfarid-com.webs.com/
-
বিশ্লেষক রুলা তালজের অভিমত : মোবারকের মতো সৌদিকেও ছুড়ে ফেলবে যুক্তরাষ্ট্র http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল চীন http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com