জলের জলসায় এক সানকি বিষণ্ন রোদ:
তলিয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি। পানিতে আলোড়ন তুলে ধীরে ডুবে যাচ্ছি আমি। নিপাট বিস্ময়ে বেদনামথিত আত্মা খুঁজে নিচ্ছে মুক্তির সোপান। দৃষ্টিসীমায় তখনও সূর্যের কড়কড়ে আলোর অবগাহন। অবশ শরীরে মৃদু হাওয়ার গুনগুন নামতা। নাকের ভাঁজে কারো মোহনীয় রূপের ঘ্রাণ।
চোখের কোণে কেঁপে ওঠে একটি চঞ্চল প্রজাপতি। লাল নাকি নীল ? ধুসর অথবা সাদা ? দূরে একটি নিঃসঙ্গ চিল এক মনে চক্কর দিচ্ছে। আমি ওর স্বাধীন একাকী আত্মার কাছে ফরিয়াদ জানাই!
আহ্ আকাশ কত নীলাভ। কী নিসীম নিঃসঙ্গ এই চরাচর। আকাশের ভাঁজে ভাঁজে সাদা মেঘের নিপুণ বিন্যাস। যদি মেঘ হতাম! যদি হতাম আকাশ! আকাশের কোণে গড়ে তুলতাম যদি আমার একাকী জীবনের এক চিলতে উঠোন! আলোর সমীকরণে জেগে ওঠে নতুন ধাঁধাঁ।
অনাথ শিশুটি পানিতে কোমড় ডুবিয়ে এখনো খেলছে। ওর কোন খেদ নেই? না পাওয়ার বেদনা ওকে আহত করেনা? চারদিকের চাকচিক্যের ভীড়ে কী নিদারুণ গ্লানিময় ওর জীবন! এখনো কেন বেঁচে আছে ও?
read more
http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
18/10/2012
Popular Posts
-
জনপ্রিয় থেকে জনপ্রিয়তম ইমরান? : দুর্নীতি ও সন্ত্রাসবাদ এখন পাকিস্তানের অন্যতম প্রধান দুটি সমস্যা। এ ছাড়া বিভিন্ন কারণে তালেবানদের সঙ্গে চলছে...
-
Weekend Fright Flick Spider Festival 2: Spider on the Ceiling : Part 2 of our Easter weekend arachnophobic special is a short film from the...
-
সৌদিতে ধর্ষক পিতাকে ২০৮০ দোররার নির্দেশ : সৌদি আরবে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে দুই হাজার ৮০টি দোররা মারার নির্দেশ দেওয়া হয়েছে। ১৩ বছরের কারা...