11/02/2012

Watch,Enjoy and Share Images of Real Natural Beauties of Beautiful Bangladesh throughout the world

Watch,Enjoy and Share Images of Real Natural Beauties of Beautiful Bangladesh throughout the world:






























http://banglamdfarid-com.webs.com/

বিপিএল এর টিকিট কেনা যাবে অনলাইনে

বিপিএল এর টিকিট কেনা যাবে অনলাইনে: অনলাইন থেকে ভিসা/মাস্টার কার্ড বা ডিবিবিএল/ব্রাক ব্যাংকের ডেবিট কার্ড থেকে বিপিএল এর টিকিট কেনা যাবে। এছাড়াও এখান থেকে বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল এর টপআপ (মোবাইল রিচার্জ) করা যাবে। ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। সাইটটির ঠিকানা হচ্ছে www.easy.com.bd। এজন্য ইজি ডট কম ডট বিডি সাইটে রেজিষ্ট্রেশন (বিনামূল্যে) করা থাকতে হবে। এরপরে [...]

http://banglamdfarid-com.webs.com/

যাত্রা

যাত্রা:

আজ কিছুদিন হল চাকরিটা হারিয়েছে আদনান। সারাদিন বাসায় বসে থাকা আর টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই তার। তার স্ত্রী মৌ কাজ করে একটা খাবার দোকানে। দুজন মিলে সংসারের ঘানিটা ভালই চালিয়ে নিচ্ছিল। একটাই মেয়ে পুষ্পিতা নার্সারি তে পড়ে। আগে স্বামি-স্ত্রী দুজন মিলে মিশে বাচ্চাকে পালতেন। মৌ সকালে কাজ করত আর তিনি রাতে। লণ্ডন শহরে একটুখানি সুখের আশায় দিনরাত খাটনিতে কোনো বাধা ছিলনা মনে। হঠাৎ করে চাকরিটা চলে








read more



http://banglamdfarid-com.webs.com/

নিয়তির সালিশ

নিয়তির সালিশ:

সারাটা গ্রামই আজ নীরব, প্রায় সবাই ঘুমে বিভোর। গাঢ় অন্ধকারের চাদরে ঢেকে আছে সব। রাস্তার পাশে সারি সারি গাছগুলোর অস্তিত্ব পর্যন্ত বোঝা যাচ্ছে না। ঝিরি ঝিরি বাতাসে গাছের পাতা নড়ার শব্দ হচ্ছে। সেই সাথে কিছুক্ষণ পরপরই থেমে থেমে শেয়াল ডেকে উঠছে ক্রমাগত। গ্রামকে একপাশে রেখে চলে গেছে এবড়ো-থেবড়ো মেঠোপথটি। মাঝে মাঝে শেয়াল ঝোপঝাড় থেকে বেরিয়ে এই পথের উপর চলে আসে। এই পথ ধরেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে নূরু মেম্বা








read more



http://banglamdfarid-com.webs.com/

নিয়তির সালিশ

নিয়তির সালিশ:

সারাটা গ্রামই আজ নীরব, প্রায় সবাই ঘুমে বিভোর। গাঢ় অন্ধকারের চাদরে ঢেকে আছে সব। রাস্তার পাশে সারি সারি গাছগুলোর অস্তিত্ব পর্যন্ত বোঝা যাচ্ছে না। ঝিরি ঝিরি বাতাসে গাছের পাতা নড়ার শব্দ হচ্ছে। সেই সাথে কিছুক্ষণ পরপরই থেমে থেমে শেয়াল ডেকে উঠছে ক্রমাগত। গ্রামকে একপাশে রেখে চলে গেছে এবড়ো-থেবড়ো মেঠোপথটি। মাঝে মাঝে শেয়াল ঝোপঝাড় থেকে বেরিয়ে এই পথের উপর চলে আসে। এই পথ ধরেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে নূরু মেম্বা








read more



http://banglamdfarid-com.webs.com/

ইয়ূকাটানের অরণ্যে, পথ হারিয়ে শ্বাপদের মুখোমুখি। অতঃপর -

ইয়ূকাটানের অরণ্যে, পথ হারিয়ে শ্বাপদের মুখোমুখি। অতঃপর -:

418088_10151268249705497_608590496_23114282_873444130_n




read more



http://banglamdfarid-com.webs.com/

চিনসুরা

চিনসুরা:

চান্দেরনগরের মাইল তিনেক দূরেই ওলন্দাজ কুঠি চিনসুরা। তখন বাংলার নবাব মীর জাফর। ইংরেজের বদান্যতায় গদীতে বসেছিলেন বলেই হয়তো কবে আবার চড় দিয়ে নামিয়ে দেয় সেই ভয় তার ছিল। তাই নবাব ওলন্দাজদের বাংলায় একটা কুঠিস্থাপনের অনুমতি দেন যেন আবার পোল্টি খাওয়ার দরকার পড়লে আরেক সাদা লোকের সাহায্য পাওয়া যায়। বাটাভিয়া থেকে সাত যুদ্ধজাহাজ বোঝাই করে এল কামানবন্দুক আর ১১০০ সৈন্য, ইয়োরোপীয় আর মালয়। কথা ছিল এরা আসছে করোম্যান্ডেল ঊপকূলে (ছবি দ্রষ্টব্য) ওলন্দাজ ভারতের জন্যে, কিন্তু দিক পালটে এদের হুগলী পাঠানো হয়। ক্লাইভ ছিল অতি ধুরন্ধর, এই ঘটনা তার নজর এড়ায়নি। নবাবের মতলবও তার অজানা ছিলনা। ওলন্দাজেরা কিন্তু তাকে না চটিয়ে বাণিজ্যে মন দিল যুদ্ধসমাবেশে নয়। সদ্য মুসলমান রাজত্ব ভেঙে ছত্রখান হয়েছে, অলরেডি ভারতীয় মুসলমানেরা ক্ষিপ্ত। এই সময় নতুন শত্রু বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে কিনা ভাবলেন ক্লাইভ। দুই শত্রু জাত অতএব ভালো ছেলের মত পাশাপাশি রইলো।




পাদটীকা

  • ১. চিনসুরা অর্থাৎ বর্তমান পশ্চিম বাংলার চুঁচুড়া

  • ২. বর্তমান ইন্দোনেশিয়ার জাকার্তাকে ঔপনিবেশিক আমলে ডাকা হত বাটাভিয়া


আরও পড়ুন



http://banglamdfarid-com.webs.com/

বিসমিল্লায় গলদ

বিসমিল্লায় গলদ:

[justify]‘’রুট বিয়ার আছে?’’ একটা ফাস্ট ফুড শপে শোয়েবের এমন প্রশ্নে আমি তো থ! ও যেভাবে কথায় কথায় হাদিস শোনায়, তাতে তো এই ব্যাপারটা ওর সাথে যায় না। অবাক হয়ে জিজ্ঞাসা করি, ‘’তুই, বিয়ার খাওয়া শুরু করলি কবে থেকে?’’ শোয়েব আমাকে অভয় দেয়,‘’এই বিয়ারটা খাইতে পারস। এইটা হালাল। উইদাউট এলকোহল‘’। সেদিন কিঞ্চিত অবাক হলেও পরে আর হইনি; কারণ বিভিন্ন পার্টিতে শোয়েবের সাথে আমাকেও যে গলা ভেজাতে হয় কালে-ভদ্রে!




আরও পড়ুন



http://banglamdfarid-com.webs.com/

সুপারবাগ: নরকের কীট

সুপারবাগ: নরকের কীট:

একবার বছরের শেষ ভাগের এক বিকেলে ধুম ছোটাছুটির পর সন্ধ্যার দিকে আবিষ্কার করলাম হাঁটতে গেলে দু পায়ের পেছনের রগে হালকা ব্যথা পাচ্ছি। গ্রামে বছরের শেষ সময়টা অদ্ভুত ছিল। ধান উঠে যেতো বলে বিলগুলো ফাঁকা থাকতো, কেটে নেয়া ধান গাছের গোড়ার দিকটা গোছা গোছা রয়ে যেত সেখানে। নরম মাটি। বাতাসে ধানের গন্ধ, মাটির গন্ধ, তুলে নেয়া মটরশুঁটি গাছের গন্ধ। সব মিলিয়ে সবটা বিকেল-সন্ধ্যা সুগন্ধি হয়ে থাকতো। সময়েরও যে সুগন্ধ থাকতে পারে সেই অলৌকিক অনুভুতি বাংলাদেশের গ্রামে ছাড়া আর কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই। এখন ভাবলে, সেই সময়টটাকে দালির ছবির চাইতেও মহান আর বিমূর্ত মনে হয়!


সেরকম পরাবাস্তব এক বিকেল পায়ের রগে ব্যথা টের পেলাম। মা'কে গিয়ে বললাম, পায়ে টান লাগছে। মা ছাদে গাছশুদ্ধ শুকোতে দেয়া মটরশুঁটির ঝাড় উল্টেপাল্টে দিচ্ছিলেন। আমাকে বললেন, খেলতে গিয়ে বোধহয় উল্টোপাল্টা টান পড়েছে। বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। সেদিন রাতের আর কিছু মনে পড়ে না। মনে পড়ে, পরদিন সকালে উঠেই তারস্বরে মা'কে ডাকতে লাগলাম। অলৌকিক মা ছিলেন আমার। কিছু না হলেও চিল্লিয়ে মা'কে ডাকতাম। মা এসে "সব ঠিক" করে দিতেন। আর সেদিন তো বড় কিছু হয়েছিল। সকালে উঠে আবিষ্কার করেছি আমি আর হাঁটতে পারছি না!




আরও পড়ুন



http://banglamdfarid-com.webs.com/

টেরম টেরম যুদ্ধ

টেরম টেরম যুদ্ধ:

মোগল সাম্রাজ্যের সর্বশেষ প্রতাপশালী বাদশা আওরঙ্গজেব ছিলেন একটি এক্সপোর্ট কোয়ালিটি শয়তানের লাকড়ি। গদিতে বসার জন্য তিনি তার প্রতিটি ভাইকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হত্যা করেন, পিতা শাজাহানকে জেলের ভাত খাইয়ে মারেন। গদিতে বসে তিনি গণহারে হিন্দুদের খৎনা করে মুসলমান বানাতে থাকেন, ধর্মীয় বৈষম্যমূলক জিজিয়া কর পুনরায় চালু করেন, হাজার বছরের পুরোন মন্দির প্যাগোডা ধুলোয় মিশিয়ে দেয়া হয়। তিনি ভন্ডামীরও বাদশা ছিলেন, সকাল বিকাল কুরান শরীফ মাথায় ঠেকিয়ে জিহাদি জোশ দেখালেও রাতে নিজেরই বিয়ে করা হিন্দু বউয়ের কোমল বুকের খাঁজে নাক ডুবিয়ে ঘুমাতে তার আটকাতো না। প্রখর বুদ্ধিমান, প্রতারকশিরোমণি ও চরম ধুরন্ধর মহীউদ্দিন মুহম্মদ আওরঙ্গজেব ছিলেন একটি ক্রিমিনাল মাস্টারমাইন্ড।




আরও পড়ুন



http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers