10/06/2012

দিবাস্বপ্ন : গাধার ফাঁসি

দিবাস্বপ্ন : গাধার ফাঁসি:
[justify] সেদিন সকালে আলসেমি করে আর অফিস গেলাম না। বউ-এর ধাক্কাধাক্কি সহ্য করে বিছানায় পড়ে থাকলাম মটকা মেরে। তাতে লাভ যা হলো তা হচ্ছে একটা দিবাস্বপ্ন দেখে ফেললাম একদম ফাউ।
--------
দেখলাম - এক বিশাল জঙ্গল। সে জঙ্গলে অগুনতি পশু-পাখি। আর তাদের রাজা হলো এক ডোরাকাটা বাঘু। তার নাম 'পুটুর পুট'। বনের পশু-পাখিরা তার নাম অনেক সমিহ করে উচ্চারণ করে। রাজার নামের আগে অন্তত পাঁচবার মহামান্য বলা সেখানে আইন করে বাধ্যতামুলক।
সেই জঙ্গলের এক কোনে এক গাধা তার পরিবার-পরিজন নিয়ে বসবাস করে। পরিবার বলতে গাধার বউ আর তার দুই আন্ডাবাচ্চা। তো সেদিন গাধা ঘাস খেতে গিয়ে আনমেন এক ঝার বুনো বোম্বাই মরিচ খেয়ে ফেলেছে। আর ফলাফল স্বরূপ কিছুক্ষণ পর থেকেই শুরু হয়েছে তার দারুন পেটে ব্যাথা আর থেকে থেকে পাতলা হাগু। যতক্ষণ হাগু করে সে ততক্ষণ কোঁকায়। আর হাগু থামলে পেটের ব্যাথায় আর পুটুর জ্বলুনিতে মাটিতে গড়াগড়ি খায়।



আরও পড়ুন

http://banglamdfarid-com.webs.com/

বিষয় আব্দুল্লাহ আবু সায়ীদ: লাভের গুড় কার পাতে?

বিষয় আব্দুল্লাহ আবু সায়ীদ: লাভের গুড় কার পাতে?:
আব্দুল্লাহ আবু সায়ীদকে নিয়ে গতরাত থেকেই দেশ উত্তাল।
টিআইবির একটি অনুষ্ঠানে তিনি নাকি সাংসদ আর মন্ত্রীদের নিয়ে 'আপত্তিকর' কথা বলেছেন... তাই নিয়ে প্রথমে উত্তাল হয়েছে সংসদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনকারী আলী আশরাফ বলেছেন আব্দুল্লাহ আবু সায়ীদকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে।

এরপর উত্তাল হয়েছে গোটা দেশ, বিশেষ করে তরুণ প্রজন্ম।


আরও পড়ুন

http://banglamdfarid-com.webs.com/

আমরা যাইনি মরে আজও

আমরা যাইনি মরে আজও:
একটা স্বপ্ন দেখে মনটা সকাল থেকে খারাপ হয়ে আছে। বুয়েটের প্রথম দিন ক্লাসে যাচ্ছি এই দৃশ্যটা দেখলাম। সেই ঝলমলে রোদ্দুরের দিন, যে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে যাবার একটা বিপুল সম্ভাবনা, ক্যাফের আড্ডা - এসব কিছু আমাকে এলোমেলো করে দিলো। ঘুম থেকে উঠে শেলের মতো বুকে বিঁধে গ্যালো যে আমি চাইলেও আর সেসব দিনগুলো ফিরে পাবো না।

আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয়:



আরও পড়ুন

http://banglamdfarid-com.webs.com/

রাষ্ট্রদ্রোহ-প্রধানমন্ত্রী ও বাক-স্বাধীনতা

রাষ্ট্রদ্রোহ-প্রধানমন্ত্রী ও বাক-স্বাধীনতা:
আচ্ছা প্রধানমন্ত্রী কি রাষ্ট্র ?? যে তার সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহ হবে । ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বলতেন "I am the state." মানে "আমিই রাষ্ট্র"। তার এই স্বৈরাচার ফ্রান্সকে রক্তক্ষয়ী "ফরাসি বিপ্লব"-এর দিকে ঠেলে দিয়েছিল। আর বাংলাদেশের মত একটি People's Republic বা গণপ্রজাতন্ত্রে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ সকল মন্ত্রী ও সংসদ সদস্য জনগণের টাকায় বেতনভুক্ত কর্মকর্তা বলেই বিবেচিত হওয়া উচিত (ইংরেজিতে এই ধরণের কর্মকর্তাদের বলা হয় Public Officials)। তাদের সমালোচনা করার অধিকার কি জনগণের নেই ??
ছবি: 
08/24/2007 - 2:03পূর্বাহ্ন


আরও পড়ুন

http://banglamdfarid-com.webs.com/

এক রাজকন্যা ও তিন রাজপুত্র

এক রাজকন্যা ও তিন রাজপুত্র:
[justify]নীচের রূপকথার গল্পটা খুব ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম। ঠিক গল্প নয় এটা আসলে - বরং গল্পের আদলে একটা ধাঁধা। আমি শুনেছিলাম মায়ের কাছে, আবার তিনি নাকি শুনেছিলেন (যদ্দুর মনে পড়ে, তবে ভুল স্মৃতিও হতে পারে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর আইন বিভাগের ক্লাশে শিক্ষকের মুখে প্রশ্নের আকারে। গল্প-ধাঁধাটার একদম সারসংক্ষেপটুকুই শুধু আমার আবছা মনে আছে, তাই বাধ্য হয়ে তার সাথে নিজের ভাষায় খানিকটা রক্তমাংস যোগ



আরও পড়ুন

http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers