হিগস বোসন বা ঈশ্বর কণার অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত লার্জ হার্ডন কোলইডারের (এলএইচসি) গবেষকেরা এ দাবি করেছেন।
হিগস বোসন বা ‘ঈশ্বর কণা’ হচ্ছে একধরনের অতি পারমাণবিক কণা (সাব অ্যাটোমিক পার্টিকেল), যার অস্তিত্ব রয়েছে বলে অনুমান করা হয়। তবে আজ পর্যন্ত সেটা কোনো পরীক্ষাতেই প্রমাণ করা সম্ভব হয়নি। এই ‘ঈশ্বর কণা’র অস্তিত্ব সত্যি সত্যিই পাওয়া গেলে মহাবিশ্বের সৃষ্টিরহস্য উদঘাটনে বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচেষ্টার পথে সেটা হবে এক বিরাট অগ্রগতি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এলএইচসিতে পরিচালিত দুটি পরীক্ষায় একই ভরের ‘ঈশ্বর...
http://banglamdfarid-com.webs.com/
No comments:
Post a Comment