এক কোটি ইউরো। রোম ও মিলানে দুটি বিলাসবহুল ফ্ল্যাট। শুধু তাই নয়, ইতালির দক্ষিণে ক্যামব্রিয়াতে জমি। আর এর সবকিছুরই মালিক যে, তার সৌভাগ্য দেখে ঈর্ষায় কাতর হবেন অনেকেই। এত সব সম্পদের অধিকারী হলো টমাসো নামের একটি বিড়াল। উত্তরাধিকার সূত্রেই এসব পেয়েছে সে। টমাসোকে পুষতেন আসুনতা। আসুনতার কোনো ছেলেমেয়ে নেই। মৃত্যুর পরে আসুনতা নিজের সব সম্পদ দিয়ে গেছেন টমাসোকেই। টমাসোকে আদর করে তিনি ডাকতেন টমাসিনো নামে।
রোমের অধিবাসী লিলিয়ানা কারবোনারা বলেন, ‘বিড়াল সে যতই প্রিয় হোক না কেন, তাকে এতকিছু দান করাকে আমি সঠিক মনে করি না। আমি আমার সম্পত্তির কিছু অংশ বিড়ালকে দেব। বাকিটা দেব...
http://banglamdfarid-com.webs.com/
No comments:
Post a Comment