29/12/2011

ওয়ার্ডপ্রেস থিসিস থীমসে পোষ্ট অথোর বক্স

ওয়ার্ডপ্রেস থিসিস থীমসে পোষ্ট অথোর বক্স:


ধাপ১ – আপনার ইনপো ওয়ার্ডপ্রেসে লিখুন


প্রথমে সাইটে লগিন করে প্রোফাইলে প্রবেশ করুন আর প্রয়োজনীয় ইনপো লিখুন। তবে মনে করে নামের প্রথম অংশ এবং শেষ অংশ লিখেবেন।


ধাপ২ –এবার Custom_functions.php ফাইলে কোড বসানো


এবার থিসিস থীমসের অপশনে যান (এটি ড্যাশবোর্ডে বামে আছে নিচের দিকে) এরপর সিলেক্ট করুন Custom File Editor, এখানে যা দেয়া হবেই তাই ইনপো হিসেবে কালেক্ট করবে. শিউর হয়ে নিন যে custom_functions.php ফাইলটি সিলেক্ট করেছেন. এখন উপরের ড্রপডাউন মেনু থেকে Edit Selected File এ ক্লিক করুন।


এবার নিচের কোডটি ইনসার্ট করে দিন



function post_footer() {

if (is_single())

{

?>

<div
>

<?php echo get_avatar( get_the_author_id() , 120 ); ?>

<h4>Article by <a href="<?php the_author_url(); ?>">

<?php the_author_firstname(); ?> <?php the_author_lastname(); ?></a></h4>

<p><?php the_author_firstname(); ?> has written <strong><?php the_author_posts(); ?></strong> awesome articles for us. <br/><br/><?php the_author_description(); ?></p>

</div>

<?php

}

}

add_action('thesis_hook_after_post_box', 'post_footer');



বি:দ্র: আর এস এস নিজের মত করে দিন


ধাপ ৩ – এখন Custom.css ফাইলের কাজ


আগের মত এডিটরে গিয়ে Custom.css ফাইলটি ড্রপডাউন থেকে সিলেক্ট করুন. এবং নিচের কোডটি লিখুন



.postauthor { background: #F5F5F5; border-top: 1px solid #e1e1e0; border-bottom: 1px solid #e1e1e0; overflow: hidden; padding: 1.5em; }

.postauthor img { border: 5px solid #e2dede; float: left; margin-right: 1.5em; }

.postauthor h4 { color: #666; font-size: 2em; margin-bottom: 5px; }

.postauthor p { color: #515151; font-size: 13px; margin-bottom: 12px; }


এটি এই রকম দেখাবে



[আপনি এটি বাংলা সাইটে ইউজ করতে হলে যে সকল ফিল্ড প্রদর্শন করবে তা বাংলা করে নিতে হবে। যেমন: awesome articles for us এই ধরনের লাইন গুলো]



আর আমাকে পেতে পারেন ফেইসবুকে








http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers