গোপী বাহু গ্রেপ্তার:
গোপী বাহুর কাছ হতে এটা প্রত্যাশা করি নাই
স্টার প্লাসের আলোচিত সিরিয়াল সাথ নিভানা সাথিয়া’র জনপ্রিয় গোপী বাহু ওরফে জিয়া মানেককে আটক করেছে মুম্বাই পুলিশ। শহরের একটি হুক্কা বার থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয় তাকে। মুম্বাই পুলিশ জানিয়েছে, বুধবার রাতে আন্ধেরির একটি হুক্কা বারে ঝটিকা অভিযান চালায় তাদের একটি বিশেষ টিম। সে সময় ওই বার থেকে ২১ জন তরুণ-তরুণীকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে তারা। যাদের মধ্যে অনেকেই ছিল ভারতের উঠতি মডেল এবং হিন্দি সিরিয়ালের ছোটখাটো সাইড আর্টিস্ট। এদের মধ্যে সব চেয়ে পরিচিত মুখ বলতে ‘গোপী বাহু’ জিয়ার কথাই জানায় মুম্বাই পুলিশ।
এদিকে আটকের কয়েক ঘণ্টা পরেই ছেড়ে দেয়া হয় জিয়া এবং তার সঙ্গে আটক আরো কয়েকজনকে। পরে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার পর ফটোগ্রাফাররা জিয়ার ছবি তুলতে গেলে তিনি চড়াও হন তাদের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানায়, সে সময় জিয়া মিডিয়াকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মুখ লুকিয়ে ওই এলাকা থেকে বেরিয়ে যান। কিছুদিন আগে এমনি একটি হুক্কা বার তল্লাশির সময় বার থেকে অভিনেতা বিবেক ওবেরয়কে আটক করা হয়। আর এবার সবার প্রিয় ‘গোপী বাহু’। যার সহজ সরল চরিত্র সবার মন জয় করে নিয়েছিল। জেই ‘গোপী বাহু‘কে আদর্শ বউয়ের দৃষ্টান্ত হিসেবে এতদিন সবাই উদাহরণ দিতো, সেই বউকেই হুক্কা বারে দেখে অনেকের চোখই ছানাবড়া।
http://www.bangladeshnews24x7.com/?p=47449
http://banglamdfarid-com.webs.com/
09/04/2012
Popular Posts
-
2012 Happy New Year~ : My Dear Friends ~2012 Happy New Year~ (c)2011 by lusonsky/ D90 / taken, Taiwan http://banglamdfarid-com.webs.com/
-
বিশ্লেষক রুলা তালজের অভিমত : মোবারকের মতো সৌদিকেও ছুড়ে ফেলবে যুক্তরাষ্ট্র http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com
-
AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy http://banglamdfarid-com.webs.com/www.banglamdfarid.com