ছবিগুলো -৪:
আউজগা আপনাগো সামনে তুলে ধরব বাহরাইন এর হারবার বিল্ডিং ও তার আশেপাশের এলাকা বা রোড গাড ।
ফোরামের ফোকাস বিভাগটি ইদানিং অনেক তাজা তাজা ছবি আসতাছে আর যাচ্ছে , এদের ভিতর অনেকেই আবার ঝানু প্লেয়ার তাহাদের সামনে আমি নিতান্তই ক্ষুদ্র পিপি মাত্র । সো সবাই নিজ দায়িত্বে দেখবেন ।
প্রথমেই বলি আমার বাসার আশেপাশেই বিভিন্ন ভি-আইপি এরিয়া অবস্তিত বা বলতে পারেন টুরিস্ট যাহা চায় তাহাই পাইবে এলাকা । কারন আমি রাজধানিতে থাকি ঘর থেকে দুই কদম বাইর হলেই সমুদ্র , পার্ক এবং আরো হাবিজাবি জায়গা অবস্তিত । এর দরুন আমি হেটেই এখানে সেখানে যাতায়াত করে থাকি । নো টেনশন ডু ফ্রুটি ।
হারবার বিল্ডিং - কিছুটা পিকাসাতে এডিট করা
আরেকটা - ওভারব্রিজ থেকে
কোন এডিটিং ছাড়া যাস্ট ফ্রেম দিয়া লাগাইছি
আরকটা ভিউ । এইটা অবশ্য পিকনিক দিয়া কিছু টাচ করেছি মাত্র । দূরে একটা বিল্ডিং দেখছেন ঐ টার একটা রিভিউ আরেকদিন দেখাবো ।
এটার নাম আমি দিলাম - " নগর রাস্তা "
হারবার বিল্ডিং এর পাশেই গড়ে উঠেছে কিছু না না কিছু না একটা বিশাল জায়গা জুড়ে অনেক বিল্ডিং । সেগুলোতে আবার ভিন্ন ভিন্ন কালার করা তবে সব বিল্ডিংগুলো কিন্তু দেখতে একই রকম । এগুলো এখন ও খালি পড়ে আছে , হতে পারে টুরিস্টদের জন্য বরাদ্দ করে রেখেছে ।
কিছুটা না বলে বেশি ইফেক্ট দিয়া
পাশেই পার্ক আছে । পার্কের কিছু ছবি । এইখানে ভাই খাজুর গাছ ছাড়া আর কিছু নাই
হালকা এডিট করে যাস্ট ফ্রেম মারছি
অনেকেই আসে পার্কে । যায়গাটা দারুন ওপাড়ে সমুদ্র পাশে পার্ক আর ........
নো ইফেক্ট যাস্ট ফ্রেম
এক্কেবারে কসম কিছুই ঘষামাজা করি নাই যাস্ট ফ্রেম এন্ড সাইন
এটাতে তো ও একই
খাইজুর গাছ
আকাশ জুড়ে বিকেলের রোদ .... । নো ইফেক্ট
আরেকটা .....
আকাশটার কালার ধরতে চাইছিলাম মাত্র ...
পুরাই জ্বালাময়ী ইফেক্ট সূর্য ডোবার আগে পলাইছে বিল্ডিং এর পিছনে .......
প্রথম যখন আমি এই দেশে আসি প্রতি শুক্রুবার বিকালে এইখানে এসে বসে থাকতাম । হতে পারে নতুন আসাতে মনের কোনে কিছু ফেলে আসা কান্নাগুলো বাতাসে উড়িয়ে দেবার চেষ্টা করতাম । এখন সব সয়ে গেছে তারপর ও মাঝে মাঝে আসি , বসি আর ..
শেষ আইজকার লাইগা ........... তবে একটা ছবি রেখে দিয়েছিলাম আর সেটা হল
কোন কিচ্ছু করি নাই ছবিটা যেমন আছে তেমন ই থাক না কি দরকার হুদাই ঘইশা ।
অটঃ ফুলের নাম জানি না
ছবিগুলো -১
ছবিগুলো -২
ছবিগুলো -৩
http://banglamdfarid-com.webs.com/