09/04/2012

রং-ধনু গাছ।

রং-ধনু গাছ।:

http://www.divinecaroline.com/images/photo/image/03/68/27/photo/36827/original/7.jpg

http://www.odditycentral.com/wp-content/uploads/2010/04/Rainbow-eucaliptus.jpg

http://www.divinecaroline.com/images/photo/image/03/68/29/photo/36829/original/8b.jpg

http://inkchromatography.files.wordpress.com/2011/12/rainbow-bark.jpg

http://www.bing.com/featured/content/static/br-images/image-aHR0cDovL2JsdWJlZGJ1aWEwMTo4My9pLzFDLzM5MTE0QTVGOTY3OUZFNTU1OTE0MkZDREVEM0IwLmpwZw.jpg

http://28.media.tumblr.com/tumblr_lzru6aFlOU1r1v8sno4_400.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrT4JHXguui3tCCj_Zo4k4G3VJu3rK736NjW77pwMjoL-hVAGQ_yx0MaI4WbV2CqTUZtf2ISsePVdNiwAy4Si8iY4VRf-JiAsDLI0wZqPaeaqpc-Ih4CuKkF5N8CntEpcgUAKkoYhnTK-9/s1600/3.14.10+Zoo.Tree.Alter.JPG





http://uploads.notempire.com/images/uploads/Tree_rainbow_eucalyptus.jpg

http://www.ebsqart.com/Art/CPencilacrylic/acrylic/624579/198/250/Rainbow-Eucalyptus.jpg

http://farm1.static.flickr.com/164/394578162_c1bf9a1479.jpg


http://banglamdfarid-com.webs.com/

স্বল্প খরচে দাঁতের চিকিৎসা - ডিজিটাল ডেন্টাল ক্লিনিক

স্বল্প খরচে দাঁতের চিকিৎসা - ডিজিটাল ডেন্টাল ক্লিনিক:
দাঁত শরীরের অমুল্য জিনিস, দাঁত থাকতে দাতের মর্যাদা আমরা দেই না, দাঁতের ডাক্তারদের ফিস বেশি থাকায় অনেকে ডাক্তারের কাজে যাই না, শুধু তাদের কথা বিবেচনা করেই - স্বল্প খরচে দাঁতের চিকিৎসার জন্য ডিজিটাল ডেন্টাল ক্লিনিক

http://img545.imageshack.us/img545/3725/doctory.jpg

http://banglamdfarid-com.webs.com/

কে কে আকাশে উড়তে চান? .......চলুন আকাশে উড়ি

কে কে আকাশে উড়তে চান? .......চলুন আকাশে উড়ি:
এইরাম বেলুনে করে আসমান দিয়া উড়া মাইরা অফিসে আসবার মুঞ্চায়

১।
http://i.imgur.com/Hxufx.jpg
২।
http://i.imgur.com/mbEXZ.jpg
৩।
http://i.imgur.com/XC06L.jpg
৪।
http://i.imgur.com/HwAPW.jpg
৫।
http://i.imgur.com/iT1XW.jpg
৬।
http://i.imgur.com/UoKSV.jpg
৭।
http://i.imgur.com/Qf6ZS.jpg
৮।
http://i.imgur.com/FOcWr.jpg
৯।
http://i.imgur.com/ZfnIa.jpg
১০।
http://i.imgur.com/XUMO3.jpg
১১।
http://i.imgur.com/t4KWY.jpg
১২।
http://i.imgur.com/hj5tZ.jpg

http://banglamdfarid-com.webs.com/

চমৎকার ৯টি প্রাণীজ ইলিউশান

চমৎকার ৯টি প্রাণীজ ইলিউশান:
১।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_21.jpg
২।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_20.jpg
৩।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_16.jpg
৪।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_092.jpg
৫।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_102.jpg
৬।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_05.jpg
৭।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_04.jpg
৮।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_01.jpg
৯।
http://www.funnyzone.org/wp-content/uploads/2011/07/Ilusion_painting_03.jpg
এবার বলুন উপরের ৯টি ছবির কোন ছবিতে কটি করে প্রাণীর প্রাণী রয়েছে?

http://banglamdfarid-com.webs.com/

সবুজের সমারোহ

সবুজের সমারোহ:
আমার তোলা কয়েকটা ফালতু ছবি শেয়ার করলাম।
এবার প্রাকুতিক কারণে বিক্রমপুর অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে, আশা করছি ধানের ফলন ও ভাল হবে। ধান গাছ হতে শীষ বেরিয়ে আসছে।
http://i.imgur.com/4rIfq.jpg
সোনা ফলেছে মাঠে মাঠে।
http://i.imgur.com/weuUZ.jpg
সামনেই নবান্ন উৎসব
http://i.imgur.com/sFhhM.jpg
নবান্নতে শুধু পিঠাপুলিই নয় সাথে আপনাদের কাঠাল ও খাওয়াব।
http://i.imgur.com/kWera.jpg
http://i.imgur.com/4sPe0.jpg
এতক্ষন বাজে ছবি গুলো দেখে যরা বিরক্ত হয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

http://banglamdfarid-com.webs.com/

নতুন আইপ্যাডঃ কেন কিনবেন অথবা কিনবেন না

নতুন আইপ্যাডঃ কেন কিনবেন অথবা কিনবেন না:
http://tech.bdnews24.com/images/imgAll/ipad1203b.jpg
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল বাজারে আনলো ‘নতুন আইপ্যাড।’ সবাই আইপ্যাড ৩ আশা করলেও অ্যাপল নতুন কোনো ‘যুগান্তকারী ফিচার’ না এনে বরং আগের ফিচারগুলেরই যথেষ্ট উন্নত সংস্করণের আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিলো। আর এর ফলে প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। নতুন আইপ্যাড কেনা ঠিক হবে কি-না।
যেসব বৈশিষ্ট্য নিয়ে নতুন আইপ্যাডের ঘোষণা দেয়া হয়েছে, সেসব বৈশিষ্ট্য এখনই নতুন একটি আইপ্যাড কেনার জন্য যথেষ্ট কি না এ নিয়েই মূলত শুরু হয়েছে এই বিতর্ক।
নতুন আইপ্যাডের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে এর রেটিনা ডিসপ্লে যার রেজুলিউশন ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল, এ৫এক্স প্রসেসর, কোয়াড কোর গ্রাফিক্স সিস্টেম, ৫ মেগাপিক্সেল আইসাইট ক্যামেরা এবং ফুল এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা। কিন্তু এতোকিছুর পরও বিশেষজ্ঞরা বলছেন নতুন আইপ্যাড কেনার আগে কিছু বিষয় যাচাই করে নেয়া উচিত। এমবি ডটকম অবলম্বনে সেসব বিবেচ্য বিষয়গুলোই নিচে তুলে ধরা হলো।
http://tech.bdnews24.com/images/imgAll/ipad1203c.jpg
যে কারণে নতুন আইপ্যাড কিনতে পারেনঃ
১. আপনি যদি মুভি বা সিনেমার ভক্ত হন এবং প্রচুর মুভি দেখে থাকেন, তাহলে আইপ্যাডের ৯.৭ ইঞ্চি আকারের রেটিনা ডিসপ্লে এইচডি মুভি দেখার জন্য অতুলনীয় হতে পারে। এইচডি সিনেমা দেখার জন্য এবং অন্য হাই রেজুলিউশনের গ্রাফিক্স প্রয়োজন এমন কাজের জন্য চলতি পথে নতুন আইপ্যাড হতে পারে আদর্শ। এর গ্রাফিক্স প্রসেসর আগের মডেলের তুলনায় চারগুন ক্ষমতাসম্পন্ন।
২. আপনি যদি ট্যাবলেট ডিভাইস ব্যবহার করে ছবি তুলতে পছন্দ করেন এবং তা কম্পিউটারে না পাঠিয়েই ছোটখাটো এডিটিং বা সম্পাদনার কাজ করতে চান, তাহলে নতুন আইপ্যাড আপনার জন্য আদর্শ সঙ্গী হিসেবে কাজে আসবে। এর নতুন শক্তিশালী প্রসেসরের সাহায্যে অনেক কাজ একসঙ্গে খুব সহজেই করা যায়। শখের ফটোগ্রাফাররা খেয়াল রাখুন, নতুন আইপ্যাডে আপনি পাবেন ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা। এর ফলে ছবি তোলা বা ভিডিও করার সময় হাত কেঁপে গেলেও আপনার তোলা ছবিতে বা ভিডিওতে সেই ঝাঁকুনি টের পাওয়া যাবে না।
http://tech.bdnews24.com/images/imgAll/ipad1203d.jpg
৩. আপনি যদি অনেক ভ্রমণ করে থাকেন এবং ৪জি প্রযুক্তির ইন্টারনেট সুবিধা পেতে চান, তাহলে নতুন আইপ্যাড আপনার কাজে আসবে। আজ যদি আপনি নতুন আইপ্যাড কেনেন, তবে বাংলাদেশে যখন ফোর জি নেটওয়ার্ক চালু হবে, তখন আপনাকে আর ডেটা স্পিড নিয়ে ভাবতে হবে না। তবে ফোর জি নেটওয়ার্ক না পেলে এটি সহজেই থ্রিজি সংযোগে পরিবর্তিত হয়ে যাবে। অন্য ট্যাবলেটগুলো যেখানে সর্ব্বোচ্চ ৭.৩ মেগাবিট পার সেকেন্ড ডাউনলোড করতে পারে, সেখানে নতুন আইপ্যাড-এর ডাউনলোড ক্ষমতা ৭৩ মেগাবিট/সেকেন্ড।
৪. আপনি যদি ‘লেটেস্ট ডিভাইস’-এর মালিক হতে পছন্দ করেন, তাহলে নতুন আইপ্যাড কিনতে পারেন। স্বাভাবিকভাবেই নতুন আইপ্যাড কেনার মতো সামর্থ্য থাকলে এবং বন্ধুমহলে তা দেখানোর ইচ্ছে থাকলে নতুন আইপ্যাড কেনা যেতে পারে। কেননা, অনেকেই আরো অনেক কিছু প্রত্যাশা করলেও একেবারেই খারাপ নয় অ্যাপলের নতুন আইপ্যাড।
http://tech.bdnews24.com/images/imgAll/ipad1203e.jpg
যেসব কারণে আইপ্যাড কিনবেন নাঃ
১. আপনি যদি ইতোমধ্যেই কোনো ট্যাবলেট ডিভাইস ব্যবহার না করে থাকেন এবং যদি মনে হয় যে, ট্যাবলেটের চেয়ে নোটবুক কম্পিউটারেই আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে নতুন আইপ্যাড আপনার জন্য নয়। ট্যাবলেট ডিভাইসে যদি আপনি সহজে কাজ করতে না পারেন, তাহলে নতুন আইপ্যাডও কোনো চমক নয়। কেননা, এতে অন্যান্য ডিভাইস থেকে বৈশিষ্ট্য বেশি থাকলেও কাজ করে বাজারের প্রায় অন্যান্য সব ট্যাবলেট ডিভাইসের মতোই।
http://tech.bdnews24.com/images/imgAll/ipad1203f.jpg
২. আপনি যদি অনেক মিডিয়া ফাইল ব্যবহার না করেন, অর্থাৎ খুব একটা মুভি না দেখেন, ছবি না দেখেন, ভিডিও, ক্যাটালগ এবং বিভিন্ন ম্যাগাজিন না পড়েন, তাহলে নতুন আইপ্যাড আপনার খুব একটা কাজে নাও আসতে পারে। অধিকাংশ মানুষই আইপ্যাডে সাধারণ ব্রাউজিং-এর পাশাপাশি মিডিয়া ফাইল এবং ই-বুক বা ম্যাগাজিন পড়ে থাকেন। বলা যায়, এটি হতে পারে আইপ্যাড কেনার অন্যতম কারণ।
৩. আপনি যদি আগেই কোনো ট্যাবলেটের মালিক হয়ে থাকেন এবং এর ক্যামেরা যদি আপনি খুব একটা ব্যবহার না করেন, তাহলে নতুন আইপ্যাড এখনই কিনলেও খুব একটা কাজে নাও আসতে পারে। কেননা, নতুন আইপ্যাডের অল্প কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে পেছনের ৫ মেগাপিক্সেল ক্যামেরা যা সাপোর্ট করে অ্যাপলের আইসাইট।
http://tech.bdnews24.com/images/imgAll/ipad1203g.jpg
৪. আপনার যদি ইতোমধ্যেই আইপ্যাড ২ থাকে এবং নতুন আইপ্যাড কেনার মতো টাকা না থাকে, তাহলে এখনই এটি বিক্রি করে নতুন আইপ্যাড কেনার চেষ্টা করা যুক্তিসঙ্গত হবে না। কেননা, আইপ্যাডের অন্যতম সুবিধা এর ৪জি ইন্টারনেট ক্যাপাবিলিটি থাকলেও ৩জি ইন্টারনেটই কাজ করার জন্য যথেষ্ট। কাজেই, এখনই নতুন আইপ্যাডের জন্য চেষ্টা না করে অপেক্ষা করতে পারেন পরবর্তী আইপ্যাডের জন্য।
http://tech.bdnews24.com/images/imgAll/ipad1203h.jpg
অ্যাপলের নতুন আইপ্যাডের সঙ্গে আরো কিছু ঘোষণা দিয়েছে অ্যাপল। তারা জানিয়েছে, অ্যাপলের আইফটোতে মাল্টি-টাচের মাধ্যমে ছবি সম্পাদনার কাজ করা যাবে। পাশাপাশি আপডেট করা হয়েছে আইওয়ার্ক এবং আইলাইফ।
সবশেষে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে নতুন আইপ্যাড কিনবেনই, তাহলে মাত্র ৪৯৯ ডলারে কেবল ওয়াই-ফাই সুবিধা সম্বলিত ১৬ গিগাবাইট ধারণক্ষমতার ‘নতুন’ আইপ্যাড এখনই প্রিঅর্ডার করতে পারেন। পাশাপাশি একই ধারণক্ষমতার ৪জি সুবিধা সম্বলিত আইপ্যাড কিনতে পারেন ৬২৯ ডলারে।

http://banglamdfarid-com.webs.com/

সামপ্রতিক তোলা কিছু ছবি। (এলোমেলো সাবজেক্ট)

সামপ্রতিক তোলা কিছু ছবি। (এলোমেলো সাবজেক্ট):
গত সপ্তাহখানেকের মাঝে তোলা হয়েছে ছবিগুলো। কোন বিশেষ ফটোগ্রাফিক উদ্দেশ্য ছিলোনা। অনেকটা ক্যামেরা হাতে ছিলো তাই তুললাম।

সেদিন চাদ উঠেছিলো আকাশে।
http://farm8.staticflickr.com/7254/6905706592_2a1ed99ee7_z.jpg
IMG_1035 by Himomiya, on Flickr

ফেসবুকে শেয়ার করেছিলাম ছবিটা। মাটিতে বরফে একাকার আর আকাশে আগুন জ্বালিয়েছে সূর্যটা।
http://farm8.staticflickr.com/7064/6905706716_5ebe3ba34a_z.jpg
IMG_1025 by Himomiya, on Flickr

আজ(শুক্রবার) বিকেলে বার্বিকিউ করেছিলাম বাইরে আগুন জ্বালিয়ে। টেবিল সাজানো হয়েছে খাবারের জন্য।
http://farm8.staticflickr.com/7181/7051796195_de3d3c52b9_z.jpg
IMG_1113 by Himomiya, on Flickr

কই যেন পড়েছিলাম.... "পিপল উইথ ভিশন মেকস ফিউচার" ।
সাধারন খাবার টেবিলকে ক্রিয়েটিভ চোখ দিয়ে দেখার চেষ্টা  big_smile
http://farm6.staticflickr.com/5193/7051796093_259ff7edba_z.jpg
IMG_1123 by Himomiya, on Flickr

বার্বিকিউ করা মুরগীর মাংশ রেডি টেবিলে,খাবার পর্ব শুরু। বাইরে তাকিয়ে দেখি আকাশে যেন আগুন লেগেছে। এত লাল অনেকদিন দেখা হয়না। বাধ্য হয়ে ক্যামেরাটা হাতে নিলাম আবারো।
http://farm8.staticflickr.com/7255/6905706888_8f3d7f960d_z.jpg
IMG_1141 by Himomiya, on Flickr

রেড ওয়াইন !!
http://farm6.staticflickr.com/5152/6905706512_4fe0b03a8a_z.jpg
IMG_1042 by Himomiya, on Flickr

http://banglamdfarid-com.webs.com/

সীরাতুন্নবী (সাঃ) ৫৭ মক্কার বাইরে ইসলামের আলো (৩)

সীরাতুন্নবী (সাঃ) ৫৭ মক্কার বাইরে ইসলামের আলো (৩):
সিরিজের আগের পর্ব  সীরাতুন্নবী (সাঃ) ৫৬ মক্কার বাইরে ইসলামের আলো (২)
আগের পর্বের কিছু অংশ
এই ঘোষনার পর কোরাইশরা পরস্পর বলাবলি শুরু কললো যে, উঠো, তোমরা এ বেদ্বীনের খবর নাও। এরপর তারা আমাকে এমনভাবে প্রহার করলো যে, ভেবেছিলাম মরেই যাবো। এ অবস্থায় হযরত আব্বাস (রা) এসে আমাকে বাঁচালেন। তিনি একটুখানি ঝুকে আমাকে দেখলেন, এরপর কোরাইশদের বললেন, এ লোক গেফার গোত্রের। তোমরা ও গোত্রের এলাকার উপর দিয়েই ব্যবসা করতে যাও। এ কথা শুনে পৌত্তলিক কোরাইশরা আমাকে ছেড়ে দিলো। পরদিনও আমি সেখানে গেলাম এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবারও হযরত আব্বাস (রাঃ) এসে আমাকে উদ্ধার করলেন
(৪) তোফায়েল ইবনে আমর দাওসি, এই লোক ছিলেন কবি, বুদ্ধি বিবেচনায় বিশিষ্ট ব্যক্তি এবং তার গোত্রের সর্দার। এই গোত্র ইয়েমেনের কিছু অংশের শাসন ক্ষমতার অধিকারী ছিল। নবুয়তের একাদশ বর্ষে তিনি মক্কায় গেলে মক্কার বিশিষ্ট ব্যক্তিরা তাকে অর্ভ্যথনা জানায় এবং তার কাছে রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে নালিশ করে। তারা বলে যে, এই লোক  আমাদের জটিল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আমাদের ঐখ্যে ফাটল ধরিয়েছে, তাঁর কথায় রয়েছে যাদুর মত প্রভাব। এতে ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আমরা আশংখা করছি যে বিপদের মধ্যে আমরা পড়েছি, আপনিও সেই বিপদে পড়েন কিনা। কাজেই আপনার কাছে আবেদন এ লোকের সাথে কোন কথাই বলবেন না।
হযরত তোফায়েল (রাঃ) বলেন, কোরাইশ পৌত্তলিকরা আমাকে নানাভাবে বোঝালো, এক সময় আমি সিদ্ধান্তই নিয়ে ছিলাম যে, আল্লাহর রসুলের সাথে কথাও বলবো না তাঁর কোন কথা শুনবোও না। সকালে মসজিদে হারামে যাওয়ার পর কানে তুলো গুঁজে দিয়েছিলাম যাতে রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন কথা আমার কানে না যায়। কিন্ত আল্লাহ তাআলা রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু কথা আমাকে শোনানোর ইচ্ছে করেছিলেন। এরপর আমি কিছু ভালো কথা শুনলাম। মনে মনে বললাম, আমিতো বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। খ্যাতনামা কবি। ভাল-মন্দ কোন কিছুই আমার কাছে গোপন থাকতে পারেনা। কেন আমি ভাল কথা শুনবোনা ? যদি গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণ করব। মন্দ হলে গ্রহণ করবো না। এ কথা ভেবে চুপজাপ থাকলাম। আল্লাহর রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে ফিরতে শুরু করলে তাঁর পিছু নিলাম। তিনি ঘরে প্রবেশ করলেন, আমিও ঘরে প্রবেশ করলাম। এরপর লোকেরা আমাকের তাঁর ব্যাপারে যে সতর্ক করেছিলো এবং সর্তকতা হিসেবে কানে তুলো গুঁজে দিয়েছিলাম সে সব কথা তাঁকে শোনালাম। এরপর বললাম, আপনি সবাইকে যে কথা বলে থাকেন, আমাকেও বলুন। আল্লাহর রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআন পাঠ করে শোনালেন। আমি সাথে সাথেই ইসলাম গ্রহণ করলাম। আল্লাহর শপথ, আমি এর চেয়ে ভালো কথা আগে কখনো শুনিনি। আমি সেখানেই ইসলাম গ্রহণ করে সত্যের স্বাক্ষী দিলাম। এরপর রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, আমার কওমের কাছে আমার কথা গ্রহণযোগ্য, তারা আমাকে যথেষ্ঠ মান্য করে। আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবো। আপনি আল্লাহর কাছে দোআ করুন, তিনি যেন আমাকে কোন নির্দশন দেখান। রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম  দোআ করলেন।
হযরত তোফায়েল (রাঃ) কে যে নির্দেশনা দেয়া হয়েছিলো, সেটা এই যে, তিনি তাঁর কওমের কাছাকাছি পৌছার পর তাঁর চেহারা চেরাগের আলোর মত উজ্জল হয়ে গিয়েছিলো। তিনি বললেন, হে আল্লাহ, অন্য কোথাও এ আলো স্থানান্তর করে দিন, অন্যথায় চেহারা বিকৃতি হওয়ার অপবাদ দিয়ে ওরা আমার সমালোচনা করবে। এরপর সেই আলো আমার হাতের লা্ঠির মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। হযরত তোফায়েল (রাঃ) তাঁর পিতা ও স্ত্রীর কাছে ইসলামের দাওয়াত দেন, এতে তাঁরা ইসলাম গ্রহণ করে। তবে তাঁর কওমের লোকেরা ইসলাম গ্রহণে দেরী করে। কিন্ত হযরত তোফায়েল (রাঃ) ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। খন্দকের যুদ্ধের পর তিনি যখন হিজরত করেন সে সময় তাঁর কওমের সত্তর বা আশি পরিবার তাঁর সঙ্গে ছিলো। হযরত তোফায়েল (রাঃ) ইসলাম প্রচারে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন। ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন।
{চলবে}
প্রথম প্রকাশ

http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers